দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম এর নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এ সময় কিছু দোকানে অনিয়ম পাওয়ায় ১টি রেস্তোরাকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। বাকি দোকান মালিকদের সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, ব্যবসায়িরা যাতে মান সম্মত পন্য বিক্রি করে এবং দোকানে সামনে মূল্যসামগ্রীর দাম টানিয়ে রাখে। ভোক্তারা যাতে দামে কোনভাবেই প্রতারিত না হয় তার জন্যে মোবাইল কোর্ট চলমান থাকবে।
Leave a Reply