তাসমিয়া তহুরা ও রুখসানা রুমি নেত্রকোনা থেকে : মানুষ সবাই। তবে কেন এত বৈষম্য। একই মানুষ, একই রক্ত, আলো হাওয়ায় বেড়ে ওঠা, তবু কত ভেদাভেদ। এত কিছুর পরেও নানা বৈষম্যের মাঝেও আলাদা করে চিহ্নায়িত হয়ে ওঠে সমাজের দলিত শিশুরা। নেত্রকোনার জেলার সদর উপজেলার পৌরসভার চকপাড়া গ্রামের হরিজনপাড়া। এই পাড়ার শিশুরা শিক্ষা ও বিনোদন থেকে বঞ্চিত থাকে সব সময়। চকপাড়ার শিশুদের মাঝে থেকে প্রিয়া বাসফোর ও চাদনী বাসফোর প্রথম এসএসসি পাশ করে শহরে হইচই ফেলে দেয়। সবারকাছে যেন অবাক ব্যাপার। সেই থেকে এই পাড়ার শিশুদের মাঝে স্বপ্ন জাগে নিজেদের পরিবর্তন করার। বারসিক এগিয়ে যায় হরিজন পাড়ায় শিক্ষা আলো ছড়ানোর জন্য স্কুল উপযোগি শিশুদের স্কুলে পাঠানো সহযোগিতা, সরকারী সেবার সাথে যুক্ত করা, সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। পাশা পাশি চকপাড়া গ্রামে হরিজন পরিবারে আয়বৃদ্ধিমূলক কাজ ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা করে আসছে।
জাতীয় শিশু দিবস উপলক্ষে হরিজন পাড়ার ১২ জন শিশুকে নিয়ে তাদের স্বপ্নপূরণের জন্য কিড্ডি কিংডম পার্কে নিয়ে যায় আনন্দ ও বিনোদনের জন্য। তাদের ইচ্ছে অনুয়ায়ি খাবার দেয়া, বেলুন কিনে হইহুল্লুর করা, ট্রেনে চড়ানো, খেলাধুলার ব্যবস্থা করা এবং জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প শোনানোর আয়োজন করে রক্তের বন্ধন যুব সংগঠন ও বে-সকারি উন্নয়ন সংস্থা বারসিক।
শিশুরা এই দিনটিকে তাদের কাছে সেরা দিন মনে করে। কারণ এই প্রথম একটি শিশু পার্কে সবার সাথে আনন্দে মেথে উঠেছে দলিত শিশুরা। তাদের মনের কথা বলতে পেরেছে। ইচ্ছা অনুয়ায়ি খেতে পেরেছে। শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন সম্পর্কে জানতে পেরেছে। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলতে পেরেছে। তারা মনে করে এই দিন মাঝে মাঝে আসলে তাদের ভালো লাগবে।
Leave a Reply