দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুর পৌরসভায় ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ দি চাইল্ড প্রিপারেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দি চাইল্ড প্রিপারেটরী স্কুল শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায়, হেড অব দি প্রোগ্রাম দেবী মজুমদারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আনন্দমোহন কলেজের অধ্যাপক মুর্শিদা আক্তার মিতি, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার। অন্যান্যদের মধ্যে মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক আঁখি মজুমদার, স্কুল শিক্ষক দীপা রায়, সাদেকুর রহমান সোহাগ, লিপি পন্ডিত, রীনা সাহা উপস্থিত ছিলেন। এরপর ১৬ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশনেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply