সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

রমজানে পরিবারের জন্য বাড়তি ভালোবাসা নিয়ে ‘কেলগস’

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ফ্যামিলি প্যাক ‘স্নেহভরা রমজান’ নিয়ে এসেছে কেলগস এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি ওয়ান টিম। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার লেকশোর হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্যাকটি লঞ্চ করা হয়। ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহ তা’আলার নৈকট্য লাভ, রহমত এবং ক্ষমা পাওয়ার মাস হলো পবিত্র মাহে রমজান। এই মাসে একসঙ্গে মিলে ইফতার ও সাহ্‌রীর মাধ্যমে পরিবারের সবাই উপভোগ করে কিছু সুন্দর মুহূর্ত।

পরিবারের সবার একসঙ্গে থাকা এবং রোজার কথা মাথায় রেখে কেলগস এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি আনলো এই বিশেষ ফ্যামিলি প্যাক। এই ফ্যামিলি প্যাকের প্রতিটিতে ৪০০ গ্রামের একটি কেলগস ওটস-এর প্যাক এবং ৩৮৫ গ্রামের একটি কেলগস চকোস এর প্যাক রয়েছে।,

কেলগস ওটস-এ রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই পুষ্টিবিদরা এর ওপর আস্থা রাখেন। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা দিনভর রোজার ক্লান্তি দূর করে শরীরে শক্তি সরবরাহ করে। বাচ্চাদের প্রিয় কেলগস চকোস দ্রুত ব্রেকফাস্ট করার জন্য চমৎকার একটি চকোলেটি সিরিয়াল। দিনের শুরুতে অ্যাকটিভ থাকার জন্য শিশুকে প্রয়োজনীয় পুষ্টিও জোগায় কেলগস চকোস।,

তাই কেলগস ওটস এবং কেলগস চকোর সমন্বয়ে এই ‘স্নেহভরা রমজান’ প্যাক পুরো পরিবারের খাবারের চাহিদা পূরণ করে। দু’টো মিলে এই প্যাকের দাম ৬৭৫ টাকা হলেও রমজান মাসে বিশেষ অফারে ৭৫ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৬০০ টাকায়।,

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে ‘স্নেহভরা রমজান’ ফ্যামিলি প্যাকটি। ইন্টান্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি সেলস টিমের মাধ্যমে বাজারে এর বিতরণ শুরু হবে, সেই সঙ্গে গ্রাহকদের পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানাতে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে বিভিন্ন ক্যাম্পেইন।,

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com