দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়। পৌর এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবস পালিত হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ, ওসি মো. বাচ্চু মিয়া, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এছাড়া অন্যদের মধ্যে, সহকারী পুলিশ সুপার আক্কাস আলী, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এমএ জিন্নাহ্, পৌর বিএনপি‘র সদস্য সচিব হারেজ গণি, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র সহ উপজেলায় কর্মরত অফিসার্সবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সন্তানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত শুরু করে। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। নতুন প্রজন্মের কাছে এই দিবসের তুলে ধরতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ দিবস পালিত হচ্ছে। সকলকে এদিবসের তাৎপর্য তুলে ধরতে আহবান জানানো হয়।
Leave a Reply