শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

সকাল-সন্ধ্যার যে আমলে বিপদ থেকে মুক্তি মেলে

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ পঠিত

দিগন্ত ডেক্স : অনেক সময় সুস্থ মানুষ আকস্মিকভাবে বিপদ বা রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়। সকালে ও সন্ধ্যায় একটি আমলের মাধ্যমে এ ধরনের আকস্মিক বিপদ থেকে মেলে। এ জন্য রাসুল (সা.) প্রতিদিন একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো- 

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল লাযি লা ইয়াদুররু মাআস মিহি শাইউন ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আমি মহান আল্লাহর নামে শুরু করছি, যার নামের সঙ্গে আসমান ও জমিনের কোনো কিছু ক্ষতি করতে পারে না। তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞানী। 

হাদিস : উসমান বিন আফফান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি তিনবার পড়বে তাকে সকাল পর্যন্ত কোনো আকস্মিক বিপদ আক্রান্ত করবে না। আর যে ব্যক্তি তা সকালে তিনবার পড়বে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮)

অন্য হাদিসে এসেছে, উসমান বিন আফফান (রা.) বলেছেন, রাসুল বলেছেন, প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়াটি তিনবার পড়বে তাকে কিছু ক্ষতি করতে পারবে না। আবান (রহ.)-এর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। (হাদিসটি বর্ণনার সময়) এক লোক তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, তুমি কি দেখছ? শোনো, আমি তোমার কাছে যে হাদিস বর্ণনা করেছি তা সঠিকভাবে বর্ণনা করেছি। তবে আমি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলাম ওই দিন আমি দোয়াটি পড়তে পারিনি।

তাই আল্লাহ ভাগ্যের লিখন আমার ওপর কার্যকর করেছেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৬৯)

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com