কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ” নারী – কন্যার সুরক্ষা করি , সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি ” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তরে আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে চারজনকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার ( ৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন – শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিনীতা হাজং, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী রিনা হায়াৎ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী নাজমা আক্তার ও সফল জননী নারী সাফিয়া আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মেহেফুজুল ইসলাম ও সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমূখ।
Leave a Reply