শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে এক রাতেই তিন ট্রান্সফরমার চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ পঠিত
?????????????????????????????????????????????????????????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেট্টা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ওই গ্রামের কৃষক আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকারের ফসলি জমি থেকে চুরি হয়ে যায় সেচের ট্রান্সফরমার গুলো। এর ফলে ওই গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা ফসলের জমি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।

পল্লী বিদুৎ অফিস সূত্রে জানা যায়, চাষাবাদ মৌসুমেই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। এনিয়ে গত এক বছরে মোট প্রায় ৩১টি ট্রান্সফরমার চুরি হয়।

চুরি হওয়া ট্রান্সফরমার মালিক আলতাবুর রহমান সরকার বলেন, এখন বোরো চাষাবাদের সময়, কিন্তু গতকাল রাতের আঁধারে আমার ১টা হর পাশের আরো দুইটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এই সময় যদি পানির সমস্যা হয় তাহলে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছি।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন বলেন, কেট্টা গ্রামের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। অভিযোগ কেন্দ্র থেকে লিখিত ভাবে যখন আমাকে জানানো হবে, তখনই বিষয়টি আমি জানতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com