বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে আগুনে পুড়লো কৃষকের গরু-ছাগল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আগুনে পুড়ে ছাই হলো কৃষক স্বপ্ন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাওইপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে ২টি গরু, ২টি ছাগল ও প্রায় ৪০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কৃষক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো গরু-ছাগল গোয়ালঘরে তোলে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। হঠাৎ রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা খুলতেই দেখেন আগুন ছড়িয়ে গেছে তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা দুটি গরু ও দুইটি ছাগলের সঙ্গে প্রায় ৪০ টির মতো হাঁস-মুরগিসহ পুরো গোয়ালঘরটি পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, সমিতি থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে গরু কেনা হয়েছিল। কিন্তু কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো আমার।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজের দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমি খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com