বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কনক মল্লিককে (২৫) আটক করেছে সেনাবাহিনী। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের ডোরিয়াকোনা গ্রামের অনিল মল্লিকের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য নব্বই হাজার টাকা।

আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা তিনশো পিস টেপেন্টাডল ট্যাবলেট (ইয়াবার বিকল্প) এবং দেশী অস্ত্র (চাপাতি, বক্সার, বাইনো, কুড়াল, দা প্রভৃতি) উদ্ধার করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও কলমাকান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।

এরআগে মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কনককে কলমাকান্দা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডভুক্ত পশ্চিম বাজার এলাকা থেকে আটক করা হয়।

মেজর নাজমুজ সাকিব জানান, তার নেতৃত্বে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ও সেনা সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে কলমাকান্দার কুখ্যাত মাদক ব্যবসায়ী কনক মল্লিককে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে ইয়াবার বিকল্প মাদক টেপেন্টাডল ট্যাবলট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী কনকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com