বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে কলেজ শিক্ষকদের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৪৯৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জেলা এবং উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে দুর্গাপুর আলহাজ¦ মাফিজ উদ্দিন তালুকদার কলেজ ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের এক মতবিনিময় ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সহকারী অধ্যাপক আব্দুল আজিজ জানান, মহিলা কলেলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ অতি সুনামের সহিত উনার দায়িত্ব পালন করছেন। তিনি একজন উচ্চ শিক্ষিত ও কর্তব্যনিষ্ট ব্যক্তি। উনার পরিবারের সকল সদস্যই উচ্চ শিক্ষিত এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কর্মরত। স্থানীয় কিছু ব্যক্তি ঈর্ষাকাতর হয়ে, কিছু কাগজ পত্রাদি সৃজন করে গত ১০ নভেম্বর একটি অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। আমাদের জানা মতে অভিযোগে উনার নিয়োগ সহ অন্যান্য তথ্য উল্লেখ করা হয়েছে তাহা আদৌ সত্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি প্রকাশিত নিউজটি, কলেজ অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী সহ, স্বনামধন্য কলেজের মান ক্ষুন্ন হয়েছে।

প্রতিবাদ সভায় সকল বৈধ কাগজ উপস্থাপন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, কলেজের স্টাফ নিয়োগ, টাকা আত্মসাৎ সহ আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনটির সাথেই আমি জড়িত নই। আমার নিয়োগ, কাম্যসংখ্যক সকল যোগ্যতা এবং বিধি মোতাবেক সম্পন্ন করা হয়েছে। আমার ও আমার পরিবারের প্রতি প্রতিহিংসা বশত: সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে একটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজ প্রকাশ করিয়েছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, গৌতম কুমার মল্লিক, দিলোয়ারা বেগম, প্রভাষক আসাদুজ্জামান, রেজাউল করীম, জুয়েল রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, জোবায়ের হোসেন আব্বাসী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com