দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যাপি নানা আয়োজনের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যুবদল পৌরশাখার আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কুর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ সম্রাট গণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূই্য়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার, উপজেলা যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মীর্জা নজরুল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোশারফ হোসেন শাওন। এসময় অন্যদের মাঝে যুবদল নেতা এখলাছ, হাফেজ আল আমীন, সজিব, বিকাশ, হৃদয় মাল, আব্দুল আহাদ, এসএম কাইয়ূম, কমল, আলমগীর সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার সাথে সাথে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। দেশের প্রতিটি ক্রান্তীকালে বাংলাদেশ যুবদল ব্যপক ভুমিকা রেখে চলেছে। হাসিনা সরকারের গুপ্তচররা সারাদেশে আবারো বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এখনো গুপ্তভাবে নিপিড়ন-নির্যাতন করে যাচ্ছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। পুনরায় দেশে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, যুবদলের নেতাকর্মীরা এর দাতভাঙ্গা জবাব দিবে।
আলোচন শেষে, স্থানীয় দুঃস্থ, অসহায় এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থী মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply