মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে রবীন্দ্র-নজরুল স্মরণে প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ পঠিত
???????


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রবীন্দ্র-নজরুল স্মরণে পথ পাঠাগারের আয়োজনে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রাথমিক পর্যায়ের শিশুদের অংশগ্রহনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে বিশ^ কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে হৃদয়ে ধারণ করার লক্ষে স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কার্যক্রম করে থাকে। এতে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষ অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী র্প্বু আলোচনা সভায় সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ:সভাপতি জিয়াউল হক শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কে শিশুদের হৃদয়ে ধারণ করা শিখাতে পারলে সমাজে কোন কু-সংস্কার থাকবে না। একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। সাহিত্য সংগঠন পথ পাঠাগার শিশুদের আলোকিত করার যে স্বপ্ন দেখাচ্ছে, সেটি সবার আদর্শ হওয়া উচিত। জাতী ও মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি সাহিত্য চর্চা বাড়াতে শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানানো হয়।

উল্লেখ্য : সাহিত্য সংগঠন পথ পাঠাগার, দুর্গাপুর থেকে সারাদেশে পাঠের অভ্যাস বাড়াতে বিভিন্ন সেলুন, হোটেল, রেস্টুরেন্টে প্রায় ২৫টি পাঠাগার স্থাপন করেছে। এছাড়া পথ পাঠাগার থেকে বিনামুলে বই পড়ার কর্মসুচীর মাধ্যমে সাহিত্য চর্চা বাড়িয়ে দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com