কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের সহযোগিতা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, খুন, গুম নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে ৪ টার দিকে মারকাজ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে।
এর আগে ওইদিন জুমার নামাজের পর স্বৈরাচারী হাসিনার পতনে বিজয় পরবর্তী শান্তি-শৃঙ্খলা ও সকলের মাঝে সম্প্রীতি রক্ষার আহবান জানিয়ে মাদ্রাসার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা হেফাজতে ইসলাম এর আহ্বায়ক মাওলানা উছমান গনি এর সভাপতিত্বে ও মুফতি শফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা জেলার সদস্য সচিব মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলার হেফাজত ইসলামের নেতা মাওলানা আলী উছমান যুক্তিবাদী,হেফাজতে ইসলামের নেতা মাওলানা ইলিয়াস হামিদি, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, ক্বারি নূরুল আমিন, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।
Leave a Reply