বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

দুর্গাপুরে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৪৭ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের ৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বন্যা কবলিত ওই এলাকার গৃহবন্ধি মানুষদের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

ত্রান বিতরণ কালে অন্যদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ইউএনও রকিবুল হাসান বলেন, উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির ফলে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নঞ্চাল তলিয়ে গেছে। বন্যার্তদের সহায়তায় করতে দুর্গাপুর উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তত রয়েছে। পর্য়ায়ক্রমে ক্ষতিগ্রস্থ্য প্রতিটি ইউনিয়নে এ ত্রাণ বিতরন করা হবে। সরকারের পাশাপাশি বৃত্তবানদেরও বন্যায় গৃহবন্ধি মানুষদের পাশে দাঁড়াতে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com