দুর্গাপুর (নেত্রকোন) প্রতিনিধি : আজ সারা দেশে প্রথম ধাপের ১৩৯টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে সকালে আকাশ খারাপ থাকার কারণে প্রথম দুই ঘণ্টায় ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।
সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, আজ বুধবার (৮ মে) সকাল থেকে আকাশ খারাপ থাকায় যথা সময়ের মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। সকলে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার সাড়তে শুরু করেছে। দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে যারা লড়ছেন, বর্তমান উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কবি আব্দুল্লাহ হক (আনারস), সাবেক পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সদস্য কামাল পাশা (কাপ পিরিচ), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান (কৈ মাছ)। উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (মটর সাইকেল), কুল্লাগড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা (দোয়াত কলম), যুবলীগ নেতা ফারুক আহমেদ (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাম ফাহমী ভূঞাঁ (তালা), মো. ছায়েদুর রহমান (টিউবওয়েল) এবং আব্দুল কাঈয়ুম খান (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জাকিয়া সুলতানা জবা (ফুটবল), শারমিন আক্তার (হাঁস) এবং তহুরা বেগম (কলস) মার্কা পেয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
এ উপজেলায় ৬১টি ভোট কেন্দ্রে ৪৭৬টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। ৬১ জন প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত আছেন। ভোটার রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৯৬ জন, আর নারী ভোটার আছেন ৯৮ হাজার ৭৭৩ জন ও হিজড়া ভোট-১ জন।
শ্রীরামখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌতম কুমার মল্লিক জানান, সকাল দিকে আবহাওয়া খারাপ থাকায় ভোটারের উপস্থিতি কম ছিলো। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা বাড়তে শুরু করেছে। এই কেন্দ্রে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে।
অত্র উপজেলায় নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে বলে জানান, দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল।
Leave a Reply