মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে দুর্গা প্রসাদ তেওয়ারীর স্মরণ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৬ পঠিত


দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী, স্বৈরাচার বিরোধী ও কারা নির্যাতিত নেতা কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক, কমরেড মণি সিংহ ট্রাস্টি বোর্ডের সভাপতি শ্রী দুর্গাপ্রসাদ তেওয়ারী এর স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায়, মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক ও ১মি. নীরবতা পালন শেষে, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ও কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক কমরেড ডাঃ দিবালোক সিংহ, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, মেলা উদযাপন কমিটির সদস্য অজয় সাহা, প্রবীণ শিক্ষক আলহাজ¦ রুহুল আমীন, একেএম ইয়াহিয়া, সিপিবি উপজেলা কমিটি সভাপতি আলকাছ উদ্দিন মীর, দুর্গাপ্রসাদ তেওয়ারী এর মেয়ে রঞ্জনা তেওয়ারী, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গা প্রসাদ তেওয়ারী একজন প্ররীণ রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি অত্র এলাকার সকলের অভিভাবক ছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের বিপদে এগিয়ে আসতেন। টঙ্ক আন্দোলন সহ অনেক রাজনৈতিক প্রেক্ষাপটের তিনি ছিলেন জলন্ত উদাহরণ। মহান এই নেতার জীবনী থেকে শিক্ষা গ্রহনের জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com