দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাগনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান কে পক্ষ থেকে বরণ ও সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের প্রশাসনিক কমান্ডার এম.রকিবুল হাসান কে বরণ করে নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন। পরবর্তিতে বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী এর সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খলিফা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এম.রকিবুল হাসান। এসময় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা স্নেকদেন্দু বাউল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, আব্দুল খালেক, মো. লাল মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আনিসুল হক সুমন, সাংবাদিক শান্ত তালুকদার সহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গ।
ইউএনও এম.রকিবুল হাসান বলেন, দেশের উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply