দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ‘বিডি ৪০২ এর আওতায় ৩১৬ জন স্পন্সর শিশুদের মাঝে বড় দিনের উপহার-২০২৩ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় তাদের নিজস্ব দপ্তরে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে বড় দিনের উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলসিসি কমিটির চেয়ারম্যান রেভা. স্টিফেন আশীষ রেমা, সদস্য পাস্টার দানিয়েল জি মমিন, হেমিংটন কুবি, লুদিয়া রুমা সাংমা, সাইমন এন্টনী সাংমা, মেনোলিকা থিগিদী প্রমুখ। জনপ্রতি উপহার সামগ্রীর মধ্যে ছিলো, হটপট, বিছানার চাদর, বালতি ও জগ।
প্রকল্প ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা জানান, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উনয়ন প্রকল্প ‘বিডি ৪০২’ মূলত তালিকাভুক্ত স্পন্সর শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও নৈতিক শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। এলাকার পিছিয়ে পড়া নানা ধর্ম ও বর্ণের শিশুরা এ সুবিধা পেয়ে থাকে। প্রধান অতিথি, স্থানীয় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করার জন্য সংস্থাকে ধন্যবাদ জানান।
Leave a Reply