কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জঙ্গলে আম গাছের ডালে ঝুলছিল বিশ বছর বয়সী তরুণ আলামিন মিয়া । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে । পরে সুরতহাল প্রতিবেদন তৈরির শেষে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনাটি শুক্রবার দিনগত রাতে কোন এক সময় উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের একটি জঙ্গলে ঘটে । মৃত আলামিন মিয়া ওই গ্রামের রুহুল আমিন ও আসমা খাতুন দম্পতির সন্তান।
পুলিশ সুত্রে জানা গেছে, আলামিন মিয়া পেশায় একজন ইটভাটার শ্রমিক। দুইদিন আগে গত বৃহস্পতিবার বাড়িতে আসে। শুক্রবার সন্ধ্যায় মৃতের বড় ভাই আলামিনকে তাদের গরুগুলোকে গোয়াল ঘরে বাধার কথা বললে সে বাধে। তারপর বাড়ি থেকে কোথায় যেনো চলে যায় আলামিন । পরে রাত বেশি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন তার বাড়ির লোকজন। একপর্যায়ে বাড়ির উত্তর পাশের একটি জঙ্গলে আম গাছের ডালে আলামিনের গলায় প্লাস্টিকের এর দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে দেখতে পান স্বজনরা। পরে শনিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামিন মিয়ার লাশ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে পুলিশ।
এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
Leave a Reply