সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

নেত্রকোনায় রোকেয়া দিবস উপলক্ষে কিশোরী সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ পঠিত

নেত্রকোনা থেকে খাদিজা আক্তার ও রুখসানা রুমি : বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলার ১০টি কিশোরী সংগঠনের উদ্যোগে ফচিকা গ্রামে এক কিশোরী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউপি সদস্য আবু সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার। কাইলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক, ইউপি সদস্য আবু সিদ্দিক, বারসিক নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জনাব অহিদুর রহমান, কিশোরী সংগঠনের ৫০ জন কিশোরী সহ ওই গ্রামের নারী-পুরুষসহ অনেকেই।

শুরুতেই দিবসের তাৎপর্য তুলে ধরে অগ্রযাত্রা কিশোরী সংগঠন, ফুলপাখি কিশোরী সংগঠন, শিকড় কিশোরী সংগঠন, ধলাই পাড় কিশোরী সংগঠন, সবুজের সন্ধানে কিশোরী সংগঠন, অনন্যা কিশোরী সংগঠনসহ ১০টি কিশোরী সংগঠনের কিশোরীরা নিজ নিজ সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করে এছাড়া নারীর সমতা, বাল্যবিয়ে, পরিবেশ সুরক্ষা, নিরাপদ খাদ্য ও দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা তুলে ধরেন।

ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, কিশোরীরা আজ বাল্যবিয়ে, নারীও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে নিজেদের তাগিদে একত্রিত হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। কিশোরীরা আজ নিজেদের ভিতর এ ধরণের সচেতনতা তৈরী করতে পেরেছে। আমরা সবসময় তোমাদের কাজের অগ্রযাত্রা দেখতে চাই এবং সহযোগিতা করতে চাই। সকলে মিলেই নারীর প্রতি বৈষম্যগুলো দূর করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ, পৃথিবী সৃষ্টির পর থেকে নারীরা ধারাবাহিক ভাবে নানা ঘাত-প্রতিঘাত সহ্যকরে এপর্যন্ত এসেছে। তবে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নেতৃত্ব শিখতে হবে, প্রতিবাদ করতে জানতে হবে, নিজের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে হবে, সংগ্রাম ও প্রতিবাদ ছাড়া কোন কিছুই আদায় হয়না। আমি অনেক চেষ্টায় আজ আপনাদের সামনে একজন জনপ্রতিনিধি হয়েছি। তোমাদের সকলের চেষ্টায় এই দেশ থেকে নারীর প্রতি সকল অ-সমতমা দূর হবে।

আলোচনা শেষে, বাল্যবিয়ের প্রতি প্লে-কার্ড ও লালকার্ড প্রদর্শন এবং এ বিষয়ে শপথনামাপাঠ সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বেগম রোকেয়া উদযাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com