দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘আমাদের সুসঙ্গ’’ নামীয় সংগঠনের উদ্দ্যেগে দুর্গাপুর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ ফলাফল করায় বিভিন্ন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে সংগঠনের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি‘র সঞ্চালনায় এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, এডভোকেট প্রবীর মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রভাষক ড. আব্দুর রাশিদ, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, শিক্ষার্থী অভিভাবক আব্দুল্লাহ আল মুকুল প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের বর্ষপুর্তি উপলক্ষে কেকে দুর্গাপুর উপজেলা থেকে ঢাকা বিশ^বিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তিকৃত ৩৬ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply