মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

১৩দিন পর সৌদি প্রবাসী মোস্তফার মরদেহ এলো বাড়ীতে

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২১৯ পঠিত

আইনি প্রক্রিয়া শেষে ১৩দিন পর সৌদি প্রবাসী মোস্তফা কামাল (৩২) এর মরদেহ মঙ্গলবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের নিজ বাড়ীতে আনা হয়েছে। এর আগে সৌদি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মোস্তফার মরদেহ মঙ্গলবার ভোরে পৌছায় বলে জানান তার স্বজনরা। সৌদি প্রবাসী মোস্তফার পিতার নাম জয়নাল আবেদীন। মোস্তফার স্ত্রী ও দুই পুত্রসন্তান রয়েছে।

তার মৃত্যুর খবরে বাবা-মায়ের আর্তচিৎকার, স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে গেছে। শোকের মাতম চলে পুরো গ্রাম জুড়ে। কখন আসবে মোস্তফা কামালের মরদেহ। এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। অবশেষে সৌদি আরব প্রবাসী মোস্তফার মরদেহ দেশে এলো ১৩ দিন পর।

মোস্তাফার মৃত্যুর খবর নিশ্চিত করে তার চাচা মমিন মিয়া বলেন, হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় মোস্তফার। পরে সৌদি আরবে অবস্থানরত আরেক প্রবাসীর মাধ্যমে খোঁজ জানতে চাইলে তার ভাতিজা মোস্তফা স্ট্রোক করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন আগে মোস্তফা মারা যান। পরে নানা আইনি জটিলতা কাটিয়ে সেখান থেকে আজ মঙ্গলবার তার মরদেহ দেশে আনা হয়। পরে বিকেলে ফুলপুর মাদ্রাসা মাঠে তার নামাজে যানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক বলেন, বছর খানেক আগেও সৌদিতে এই গ্রামের এক ছেলে মারা গেছে। এখন আরেক ছেলে মারা গেল। বাবা-মায়ের জন্য এই শোক সইতে পারা অনেক কষ্টের। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com