শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে দুর্গাপূজায় অনুদান দিলেন এমপি মানু মজুমদার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করেছেন স্থানীয় এমপি মানু মজুমদার। শুক্রবার বিকেলে ৬৬টি পুজা মন্ডপে প্রতিটিতে ৫শত কেজি করে জিআর চাউল বিতরণ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে চাউল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম, ওসি দুর্গাপুর থানা উত্তম কুমার দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ ৬৬টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৬৬টি পুজা মন্ডপে আর্থিক সহায়তা করেন।

এমপি মানু মজুমদার বলেন, ধর্ম সম্প্রতীর দেশ বাংলাদেশ। ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকারের আমলেই সকল ধর্মের মানুষ একসাথে মিলে মিশে উৎসব পালন করে আসছে। পুঁজোয় জাতি ধর্ম নির্বিশেষে আনন্দ ভাগ করে নিয়ে সকলকে মিলেমিশে থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com