দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদশে ছাত্র ইউনয়িন দুর্গাপুর উপজলো সংসদরে আয়োজনে কমরডে মণি সংিহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে সংগ্রাম ও ঐতিহ্যের প্রতিক ‘‘শিক্ষ দিবস’’ পালিত হয়েছে। রোববার বিকেলে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ নাম না-জানা আরো অনেকেই। তাদরে স্মরণে এই দিনকে শিক্ষা দিবিস হিসিবে পালন করা হয়।
এ উপলক্ষে দিবস কেন্দ্রিক আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, বাংলাদশে ছাত্র ইউনয়িন দুর্গাপুর উপজেলা সংসদের সাবেক সভাপতি মোরশদে আলম, ছাত্র ইউনিয়ন নেতা রাকিবুল ইসলাম, নুরে আলম খান, রমজান প্রমুখ।
Leave a Reply