দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গত রোববার (০৪ সেপ্টেম্বর) গভীর রাতে এক আকস্মিক ঘূর্ণিঝড় অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর পৌরসভা সহ উপজেলার ৭টি ইউনিয়নে শত শত ঘরবাড়ী, গাছপাল ও মৌসুমী ফসলের ব্যপক ক্ষতি সাধিত হয়। প্রায় ২৪ ঘন্টা পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ নিয়ে সোমবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ। এর মধ্যে বিরিশিরি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রুহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, নেত্রকোনা জেলার বেশ কয়েকটি উপজেলায় হঠাৎ ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। ওই সকল উপজেলা সমূহে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরকে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply