দিগন্ত ডেক্স : ঈদের রেশ কেটেও যেন কাটছে না। এই সময়ই প্রিয় তারকাদের দেখা যায় অনেক কাছের থেকে। নানা ধরনের শো-তে সাক্ষাৎকার দিতে দেখা যায় নায়ক নায়িকাদের। সম্প্রতি এমনই এক শো-তে দেখা গেল অভিনেত্রী পরীমণি এবং বাংলাদেশের ক্রিকেটের সাবকে অধিনায়ক মহম্মদ আশরাফুলকে। এমনিতেই ব্যক্তিগত জীবনে টানাপড়েনের মধ্যে দিয়েই যাচ্ছেন নায়িকা। আপাতত ছেলে রাজ্যকে ঘিরে আবর্তিত তার জগৎ। স্বামী শরিফুল রাজের সঙ্গে যে তার আর কোনও সম্পর্ক নেই সে কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন নায়িকা। এর মাঝেই নায়িকার নতুন সাক্ষাৎকার নিয়ে অনুরাগীদের একাংশের আগ্রহ ছিলই।
বেশ মজার ছলেই এগোচ্ছিল সাক্ষাৎকার। মাঝে হঠাৎই নায়িকাকে সটান বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন আশরাফুল। তাও আবার লুকিয়ে নয় ক্যামেরার সামনেই। প্রকাশ্যে এই ঘটনা দেখে আনেকেই চমকে গিয়েছেন। এমনিতেই পরীমণির পঞ্চম বিয়ে নিয়ে জল্পনা ছিল ঢালিউডে। এ বার কি সেই ভাবনাই সত্যিই হতে চলেছে? শুরু হয়েছে জল্পনা।
আসলে ওই শো-এর সঞ্চালক সাবেক অধিনায়ককে বলেছিলেন নায়িকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তখনই রীতিমতো সিনেমার চিত্রনাট্যের মতো একটি দৃশ্য তৈরি হয়। যেখানে আশরাফুল পরীকে বিয়ের প্রস্তাব দেন। বলেন , “আমার বাড়িতে বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি কি আমায় বিয়ে করবেন?” অবশ্য সবটাই হয়েছে মজার ছলে। এই ঘটনায় পরীও পেয়েছেন বিপুল মজা।
ঈদের আগে থেকেই ব্যক্তিগত জীবনে নানা ধরনের ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন নায়িকা। তার স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে ছড়িয়ে পড়েছিল তিন নায়িকার গোপন ভিডিয়ো। তার পর থেকেই শুরু সব অশান্তির। অনেক দিন হল বাড়ি থেকে দূরে তারা। নায়িকাও প্রকাশ্যে আইনি বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তবে এখনও পর্যন্ত সে বিষয়ে কোনও নতুন তথ্য প্রকাশ্যে আসেনি। এক দিকে পরী যেমন তার ছেলেকে নিয়ে ব্যস্ত। তেমনই রাজ ব্যস্ত তার নতুন ছবির প্রচারের কাজে।
Leave a Reply