দুর্গাপুর(নত্রেকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে সর্বজন স্বীকৃত এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক কে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (০১ জুলাই) রাতে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
সুসঙ্গ সংস্কৃতি বাংলাদেশ ও দুর্গাপুর প্রেসক্লাব এর আয়োজনে উপজেলার সর্বশ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অবসর শিক্ষক বাবু বলরাম বিশ্বাস ও মো. রুহুল আমীন এ দুই গুনীজন কে সংবর্ধিত করা হয়। এতে সুসঙ্গ সংস্কৃতি বাংলাদেশ এর সদস্য জাহাঙ্গীর যুবরাজ এর সঞ্চলনায়, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, দেশ বরেন্য সমাজসেবক ও চিকিৎসক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিবালোক সিংহ। বিশেষ অতিথি‘র হিসেবে স্মৃতিচারণ করেন, সাবেক উপজেলা চেযারম্যান কবি আব্দুল্লাহ হক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ডিএসকে এর সহকারি পরিচালক শামছুল আলম খান, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, তোবারক হোসেন খোকন, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, কবি জনপদ চৌধুরী, নাজমুল হুদা সারোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, যে সমাজে গুনীদের কদর হয় না, সেই সমাজ কখনোই আলোকিত হতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে যুবসমাজ যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাদের ফিরিয়ে আনতে সকলকেই এগিয়ে আসতে হবে। গুনীদের সম্মান করতে হবে, গুনীদের দিক দির্দেশনাই হোক আমাদের পাথেয়। ক্রমান্বয়ে অত্র উপজেলার সকল গুনীদেরকে সম্মাননা দেয়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।