বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১১৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘এসো শ্যামল সুন্দর’’ এই প্রতিপাদ্যে বিশ্ব বাঙালির স্মরণীয় ও বরণীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়—ী পালিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ জন্মজয়ন্তী পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে, একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় কবির জীবনাদর্শ ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, এডভোকেট মানেশ সাহা, সঙ্গীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তী প্রমুখ। আলোচনা শেষে একাডেমির শিল্পীরা নাচ, গান ও কবিতার মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বক্তারা বলেন, বর্তমানে ফেসবুকে আসক্তের হাত থেকে যুবসমাজ কে ফিরিয়ে আনতে সংস্কৃতি র্চ্চার কোন বিকল্প নাই। একজন শিল্পী কখনো বি-পথে যেতে পারেনা। রবীন্দ্র নাথের সাহিত্য, গান ও প্রায় সকল গল্পেই মানবতার কথা বলা হয়েছে। ওই মানবতার বিষয় নিয়ে কবিতা ও গল্প গুলো সকল শিক্ষার্থীদের জানতে পড়তে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com