বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানের শপথগ্রহন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর শপথগ্রহন করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বিপিন চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

নব নির্বাচিত চেয়ারম্যান সাগর বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। বাকলজোড়া ইউনিয়নের উন্নয়নমুলক অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘শপথ গ্রহণের পর আজ যে দায়িত্ব নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে জনগণের জন্য নিজ কর্তব্য ও অঙ্গীকার বাস্তবায়নের পালা শুরু হলো। জনসম্পৃক্ত হয়ে জনপ্রতিনিধিত্ব করলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হবে। সরকারি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হবে। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

উল্লেখ্যঃ গত ২৮ নভেন্বর ২০২১ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সাগর এর বাবা ইয়াকুব আলী তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ১০ জানুয়ারী ২০২৩ শ্বাসকস্ট জনিত কারনে মৃত্যু বরণ করায় তারই পুত্র ইউসুফ তালুকদার সাগর গত ১৬ মার্চ ২০২৩ এর উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com