দিগন্ত ডেক্স : গত বছরই মদের ব্যবসা শুরু করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সোমবার ঘোষণা করলেন নামছেন পোশাকের ব্যবসায়। এদিন তার ক্লোদিং ব্র্যান্ডের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন তিনি। যার বিজ্ঞাপনে দেখা মিলবে খোদ শাহরুখ খানের। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডি’ ইয়াভোল নামক এই ব্র্যান্ডটিকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ব্র্যান্ডের ছোট্ট একটি টিজার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আরিয়ান।
যেখানে দেখা যায়, ব্ল্যাকবোর্ডে শাহরুখের হাত দিয়ে ‘টাইমলেস’ নামক একটি শব্দ কেটে দেয়া হচ্ছে। এরপর হাত থেকে একটি রং মাখানো ব্রাশ পড়ে যায় মেঝেতে। যা তুলে নেন শাহরুখ। তারপর আসে মুখের খানিক অংশ। আর একটা লেখা, ‘পুরো ভিডিও আসবে @dyavol.x-এ। বাকি মাত্র ২৪ ঘণ্টা।
অর্থাৎ শাহরুখকে নিয়ে পুরো বিজ্ঞাপনটি দেখা যাবে মঙ্গলবার। আরিয়ান খান ব্র্যান্ডটির সহ-মালিক। তিনি লেটি ব্লাগোয়েভা এবং বান্টি সিংয়ের সঙ্গে এই ব্যবসার অংশীদারিত্ব করেছেন। যাদের সঙ্গে তিনি ইতিমধ্যেই একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন।
Leave a Reply