দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান পারভীন আক্তারের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রনেতা, আনিসুর রহমান তালুকদার এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১লা ডিসেম্বর) বিকেলে পৌর শহরের মোক্তারপাড়া এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ……. রাজিউন। সোমবার সকালে কেন্দ্রীয় ঈদগাহে মাঠে নামাজে জানাজা শেষে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মরহুমার ছেলে ডা. শিপলু তালুকদার বলেন, তার বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। রোববার বিকেলে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন। আজ সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান তালুকদার এর মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply