রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

শামীম ওসমানসহ ৮৯ জনের নামে ‘হত্যাচেষ্টা’ মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৮ পঠিত

দিগন্ত ডেক্স : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. ইব্রাহীম হোসেন (১৯) নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৮৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মামলার এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণ মো. ইব্রাহীম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতিসহ (৫৫)সহ ৮৯ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঠনের নেতাকর্মীদের নামে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের বিদ্যুৎ অফিসের সামনে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলিবর্ষণ করে। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুইটি গুলি বাদীর ডান পায়ের পাতায় ও কোমরে গুলিবিদ্ধ হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

পরে কর্তব্যরত চিকিৎসক তার কয়েকটি অপরেশন করেন। বাদী ইব্রাহীমের ডান পা প্রায় অচল অবস্থা বলে এজাহারে উল্লেখ করেন। তথ্যসুত্র : কালের কন্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com