দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উন্মুক্ত নিলামে ৩০ হাজার ৩শ ঘনফুট বালি ৫ লাখ ৮০ হাজার টাকায় বিক্রয় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিমুলতলীর দুটি পয়েন্টে বালি মিশ্রিত পাথর হতে পৃথকীকৃত বালি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে এই রাজস্ব আদায় করা হয়।
প্রায় শতাধিক ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বশেষ মাত্র ৫ জন ব্যবসায়ি এই নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এর মধ্যে বালি ব্যবসায়ী সিরাজুল ইসলাম ৪ লাখ ৬৪ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নিযুক্ত হন। এর মধ্যে আরো ২৫ শতাংশ ভ্যাট ও আয়কর সহ মোট পাঁচ লাখ ৮০ হাজার টাকায় মোট ৩০ হাজার ৩শ ঘনফুট বালু নিলামের মাধ্যমে ক্রয় করা হয়।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ এ সোমেশ্বরী নদীর দুইটি মহাল থেকে প্রায় এক লাখ ২২ হাজার ঘনফুট নুড়িপাথর ও সাধারণ পাথর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ৬১ লাখ টাকায় বিক্রয় করে উপজেলা প্রশাসন। তবে পাথরের সাথে, বালু মিশ্রিত থাকায় পাথর থেকে ওই বালু পৃথক করে পুনরায় নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করে সরকারি রাজস্ব আদায় করা হয়। নিলাম প্রক্রিয়া পরিচালনার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলামকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বালু নিলামের মাধ্যমের সরকারি রাজস্ব আদায়ে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। ইতোমধ্যে বালুঘাট গুলোতে প্রশাসনের নজরদারী বাড়ানো হয়েছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালু নিয়ে গেলে কাউকে ছাড় দেয়া হবে না। এ কার্যক্রম অব্যহত থাকবে।
উল্লেখ্য : সোমেশ্বরী নদী থেকে নিষিদ্ধ বাংলা ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন ও পরিবহনে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীকে বাঁচাতে চলতি বছরের ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ আইনবিদ সমিতি বেলার একটি রিট পিটিশন মামলায় হাইকোর্টের নির্দেশে, সোমেশ্বরী নদীর পাঁচটি বালু মহাল থেকে বালু উত্তোলন ও ইজারা প্রক্রিয়া সাময়িক ভাবে বন্ধ রয়েছে।
Leave a Reply