বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

নেত্রকোনায় ধানজাত গবেষণা ও মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৫ পঠিত
                                  

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার কলমাকান্দা, তারাকান্দা, নেত্রকোনা সদর, কেন্দুয়া, আটপাড়া, মদন, ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৪০ জন কৃষক-কৃষানি তাদের পছন্দের ধানজাত বাছাই করার জন্য বেসসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র এর সহযোগিতায়, তুষাই পাড়ের কৃষক সংগঠনের উদ্যোগে মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি কৃষক-কৃষানি ৪শত স্থানীয় জাতের ধান গবেষণার মাধ্যমে বারসিক এর রিসোর্স সেন্টার রামেশ্বরপুর গ্রামে এসেছেন।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, প্রথম আলো পত্রিকার জেলা পল্লব চক্রবর্তী, যমুনা টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসেন, ডিবিসি টিভির সাংবাদিক রফিকুল ইসলাম। জেলা জনসংগঠনের সভাপতি সায়েদ আহমেদ খান বাচ্চু।

আগত কৃষকেরা মাঠে চাষ করা শতশত জাতের ধানজাত পরিদর্শন করেন। কৃষকেরা মালশিরা, কাডিডিট, হেকিম ধান, কাবুনডুলান, পাইজাম, বিরই, বোরো আবজি, বিশালীবিন্নী, আপাচি, ময়নামতি, চিনিশাইল, গুনসি, গিঘজ, খেকশিয়াল, এম-২৫২, ব্রিডিং আট জাতের ধান নিয়ে বিষদ আলোচনা করেন।

পছন্দের কারণ হিসেবে কৃষকেরা বলেন, ফলন ভালো, রোগবালাই কম, শীষে পুষ্ট ধানের সংখ্যা বেশী, ধানগাছ হেলে পড়েনা, কুশির সংখ্যা বেশী। গত দিনগুলোতে যেসব ধানজাত পছন্দ করেছেন সেই ধানগুলোর প্লেকার্ড প্রদর্শন করেন।

গত বছর গুলোতে তুলসিমালা, বিন্নী, বাদশাভোগ, কার্তিক বিন্নী, চিনিগুড়া, মালশিরা, খেকশিয়াল গেংগেং বিন্নী বোরো, আগাম শাইল, বর্গা বোরো, বিরই, বাঁশফুল, সোনালী পাইজাম, ভোলানাথ, রাজলক্ষী বিলাস, সাদাকুমড়ি ,চিনিগুড়া ,সতীন, ঋতু পাইজাম, খাইনল, খামা, গচি ,লাফা,গুটিস্বর্ণা, ভারত, আইজং, মকবুল, লক্ষীবিলাস, ইয়র চাউল, গারো বিন্নি, সুবাস আবজি, নুইন্যা, আগুন্যা বিন্নী, ভূইট্টা আইজং, রতিশাইল, হেমার, বিশালী বিন্নি, জেসমিন, খাইনল, বাদশাভোগ, কাটারীভোগ, কালিজিরা, ফুলবাইন, সিলেট বালাম ধানের জাতগুলো নিজ নিজ এলাকায় চাষ করছেন।

তারাকান্দা উপজেলার কৃষক মো. ইব্রাহিম বলেন, আমি গত বছর মালশিরা, বিরই, লোহাজং ধান বাছাই করে নিয়েছিলাম সেই ধান চাষ করে লাভবান হয়েছি। এই বছর আবার আইছি নতুনভাবে বাছাই করার জন্য। কৃষকের বীজ কৃষকের সম্পদ। এই বীজ সম্পদের অধিকার আদায়ের জন্য নেত্রকোনার কৃষক সংগঠন দীর্ঘদিন ধরে কাজে করে যাচ্ছে।

প্রধান অতিথির ভাষণে নূরুজ্জামান বলেন, আমাদের অনেক ধানের জাত হারিয়ে গেছে। কৃষকসংগঠন ও বারসিক অনেক স্থানীয় জাত সংগ্রহ করে চাষ করে গবেষণায় বাছাই করে কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। আজ অনেক কৃষক এখানে উপস্থিত হয়ে ধান বাছাই করছেন। স্থানীয়জাত গুলো কৃষকের মাঝে সম্প্রসারিত হোক।”

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com