শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে হতদরিদ্র পরিবারে ভ্যান গাড়ী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬ পঠিত
oplus_0
                 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জবিনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে হতদরিদ্র পরিবারের মাঝে একটি ভ্যানগাড়ী বিতরণ করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা রুসা বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হতদরিদ্র রতন মিয়ার হাতে ভ্যানগাড়ী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রুসা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও নিরাপদ সড়ক চাই এর উপজেলা সভাপতি মো. নুর এ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল প্রমুখ।

হতদরিদ্র রতন মিয়া বলেন, গত ৩ বছর আগে উপজেলার কৃষ্ণেরচর এলাকায় অটোগাড়ী উল্টে আমি গুরুতর অসুস্থ্য হয়ে পড়ি। বর্তমানে শরীরে নানা সমস্যার কারনে কোন কাজ করতে পারি না। রুসা বাংলাদেশ ১টি ভ্যানগাড়ী ও ঝালমৃড়ি বিক্রি করার মতো উপকরণ দিয়ে সহায়তা করেছে। বিভিন্ন স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে পরিবার পরিজন নিয়ে চলতে পারবো। আমি রুসা বাংলাদেশ এর সাফল্য কামনা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর রুসা বাংলাদেশ কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বিতরণ কাজে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। সমাজে এমন হতদরিদ্র পরিবারকে সহায়তা করতে সমাজের ধন্যাঢ্য পরিবার কে আহবান জানাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রতন মিয়ার পরিবারকে নানা ধরনের সহায়তার আশ^াস দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com