কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও চেরাচালান প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইউএনও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো.ওবায়দুল হক, মো. সাইদুর রহমান ভূইয়া, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো.ওবাইদুল হক পাঠান সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ,বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিগন । সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply