সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

গ্যাস বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দেয়াল, নারী দগ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭২ পঠিত
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনের দেয়াল উড়ে গেছে। এ ঘটনায় কবিতা আক্তার (৪০) নামে এক গার্মেন্টকর্মী দগ্ধ হয়েছেন।

রোববার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ কবিতাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয়তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দেয়। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণে বাসাটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় কবিতা আক্তার নামে এক গার্মেন্টকর্মী দগ্ধ হয়েছেন। তিনি আদমজী ইপিজেডের অনন্ত গার্মেন্টেসের কর্মী। বিস্ফোরণের পর লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

ওই বার্ন হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, কবিতার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, গ্যাসের চুলা থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ভোরে গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলেই এ বিস্ফোরণ ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com