সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬১ পঠিত
oplus_2

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। অন্যদের মাঝে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের কোন বিকল্প নাই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা বিষয়ে সকলকে সচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com