রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : টানা দুই দিন অতি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে নেত্রকোণার কলমাকান্দায় নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল। এতে করে বন্যার শঙ্কা রয়েছে। 

আজ রবিবার (০৬ অক্টোবর ) সকালে উপজেলার প্রধান নদী  উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । আজ সকালে কলমাকান্দায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭২ মিলিমিটার।

পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা উপজেলার নয়াপাড়া, মুক্তিচর, ধান মহাল, বিশরপাশা, বাউশাম, হরিপুর চকবাজার, আনন্দপুর, বরুয়াকোনা,  রংছাতি পাকা সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।  

এছাড়াও কলমাকান্দা সদরসহ  লেংঙরা, খারনৈ, রংছাতি  নাজিরপুর, ইউনিয়নের বিভিন্ন সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পানিবন্দি হয়েছে উপজেলার হাজারো মানুষ। পাশাপাশি তলিয়ে গেছে শতাধিক  পুকুর,  আউশ, রোপা,আমন ধানি ফসলসহ বীজতলা ।

অতি বর্ষণের কারণে সীমান্তবর্তী উব্দাখালী নদীসহ গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও নদ , মহেষখলা নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দা সদরের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।

অপরদিকে কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর, নয়াপাড়া, ড্রেইনপাড়, চাঁনপুর, চান্দুয়াইল, সাউদপাড়া, শালজান, গুছাকুলিয়া, খাসপাড়া, চিনাহালা, নয়ানগর, নাগিনী চাকুমপাড়া, বিশরপাশা, খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা, রুদ্রনগর রামভদ্রপুর, রংছাতি ইউনিয়নের রামনাথপুর,  বিশাউতি, রায়পুর, কৃষ্টপুর বরকান্দা, জঙ্গলবাড়িসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com