দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং সংস্কার কমিটি গঠনের দাবিতে কর্মরত শিক্ষকগণ এক মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষক আজিজুর রহমান রাসেল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক জিন্নাতুল ইসলাম, মো. হাবিব উল্লাহ্, শহিদুল ইসলাম, জুলেখা আক্তার, প্রধান শিক্ষক আতাউর রহমান খান, মো. আব্দুল বারেক, মো. বদরুল ইসলাম, মো. ফজলুল হক, মো. ইয়াকুব আলী নওয়াব, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে জাতীয়করণ ছাড়া কোন উপায় নাই। দেশের ৯৩% মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা বেসরকারি পর্যায়ে রয়েছে। দেশের রাষ্ট্রিয় সকল উন্নয়ন কাজে মাধ্যমিক শিক্ষকগণ ব্যপক ভুমিকা রাখছে। আমরা বিভিন্ন দলীয় সরকারের আমলে জাতীয়করণ এর দাবী জানালে সবাই আশ^াস দিয়েও তা পুরণ করেননি। আমরা আর বৈষম্যের স্বীকার হতে চাইনা। আমাদের যৌক্তিক দাবী নিয়ে, আর কোন খেলা করতে দেয়া হবে না। দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে, শিক্ষকদের প্রানের দাবী গুলো বিবেচনা করে দ্রুত জাতীয়করণের ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানানো হয়।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর মাধ্যমে বিভিন্ন দাবী তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply