বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

দুর্গাপূজার জন্য বরাদ্দ ৪ কোটি টাকা : ধর্ম উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ পঠিত

দিগন্ত ডেক্স : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন জানিয়েছেন, এবারের দুর্গাপূজার জন্য চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যদিও বিগত সরকারের সময় বরাদ্দ ছিল মাত্র দুই কোটি টাকা। বুধবার (১১ সেপ্টেম্বর) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বলেন, ‘হিন্দু, বৌদ্ধ ও মুসলমান আমরা সবাই একসঙ্গে মিলেমিশে দেশ সংস্কার করে সুন্দর সমাজ তথা দেশ বিনির্মাণে কাজ করে যাব।

তিনি বলেন, ‘আমরা উপদেষ্টারা চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি। রাষ্ট্র, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংস্কারপূর্বক মেরামত করে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা সরে যাব। এ জন্য সব রাজনৈতিক দলসহ দেশের প্রতিটি মহল সরকারকে সহযোগিতা করা দরকার।’

মাদরাসার মুহতামিম মুফতি খলিল আহম্মদ কাশেমীর সভাপতিত্বে মাওলানা আশরাফ আলী নিজামপুরীর সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে আলেম-ওলামাদের পরস্পর বিভেদ ও বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বলেন, কপালে দাগ, পরনে পাঞ্জাবি, মুখে দাড়ি সুরত নিয়ে এ দেশের টাকা লুট করে যারা বিদেশে পাচার করে দেয়, তারা দেশপ্রেমিক হতে পারে না। দেশে ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র ধর্ম নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে; যাতে সত্যের বিন্দুমাত্রও ছিল না। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কোথাও কোথাও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা ঠিক। তবে ফেসবুকে এটা-সেটা না লিখে আপনারা আমাকে চিঠি দিয়ে জানান, পরামর্শ  দেবেন।

আমার বেশ কয়েকজন সেক্রেটারি আছেন, প্রয়োজনে তাদেরকে জানান।

হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময় হেফাজতে ইসলামের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা রুজু করা হয়েছে, তাদের তালিকাসহ দায়িত্বশীলদের কাছে বিষয়টি জানালে-এসব মামলা থেকে তাদের বিরুদ্ধে করা মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com