মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২০২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। চাল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে যথাযথ কাঁচা তরকারি না থাকার কারনে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক স্থানীয় বাজারগুলোতে মনিটরিং শুরু করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই ছাত্রসমাজ দুর্গাপুর উপজেলা শাখার ছাত্ররা এ মনিটরিংয় অংশ নেয়।

এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর দাম অন্য জায়গার বাজার গুলোতে কম থাকলেও দুর্গাপুরের বিভিন্ন হাট-বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে এমন খবরে এ উদ্দ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা।

বাজারের ভোক্তারা শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাধারণ এক ক্রেতা রুহুল আমীন জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের এই উদ্যোগ আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। তাদের এ ধরনের কার্যক্রম দেখে আমরা মুগ্ধ। পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, মন্দির পাহারা দেওয়া, এবং আজকের বাজার মনিটরিং কার্যক্রম দেখে আমারা বেশ খুশি হয়েছি। আমরা এমন উদ্যোমী শিক্ষার্থীদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে, রাতুল খান রুদ্র, খাইরুল আফ্রেদী, আব্দুল মোমেন, হিরা আব্বাসী, মোঃ রাজু আহমেদ, সাব্বির আহমেদ, জহিরুল ইসলাম, শেখ সাব্বির, তাজনিন জাহান পুন্য, দিনাত জাহান সেতু, খালিদ মাসুদ, রিসাদ হাসান, আসিফ ইকবাল সামি, বাইজিদ হাসান ঝলক, আরিয়ান রাসেল, রিয়াদ হাসান, মিজান তালুকদার, মইনুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com