রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১০৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়  দুর্বৃত্তের ছুরিকাঘাতে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আ: বাতেন (৬০)  নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক।

নিহত মাওলানা আ: বাতেন এর বাড়ি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের  সীমান্তবর্তী সন্যাসীপাড়ায়। ওই গ্রামের মৃত বছির পন্ডিত এর পুত্র। তিনি রংছাতি দাখিল মাদ্রাসার শিক্ষক ও বিশাউতি বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। এ ঘটনাটি রোববার দিনগত রাত অনুমান ২টা ৪৫ মিনিটের দিকে  বিশাউতি জামে মসজিদের বারান্দার শয়নকক্ষে  ঘটে।

স্থানীয় ও স্বজন এবং পুলিশ সুত্রে জানা গেছে, মাওলানা আ: বাতেন উপজেলার রংছাতি দাখিল মাদ্রাসার সহ-সুপার দায়িত্বে ও পাশাপাশি বিশাউতি বাইতুন নুর  জামে মসজিদে পেশ ইমাম এর দায়িত্বে ছিলেন । রাতে  কে বা কাহারা মসজিদে গিয়ে  ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে চিৎকার শুনে বাড়ীর লোকজন এসে দেখে ইমাম সাহেবের রক্তাক্ত নিথর দেহ পড়ে রয়েছে। তাদের ডাক চিৎকারের প্রতিবেশীসহ স্থানীয়রা  ইমাম সাহেবের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে ভোর ৪ টা ২০ মিনিটে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কতর্ব্যরত চিকিৎসক  তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পরে সোমবার সকালে ওখানে জরুরি বিভাগে পৌছা মাত্রই তিনি মারা যান।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, মাওলানা আ: বাতেন কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন । বুকের বাম পাশে ধারালো অস্ত্রে আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়।

এবিষয়ে নিহত মাওলানা আব্দুল বাতেনের জৈষ্ঠ্য ছেলে বদিউজ্জামান বদি  বলেন , আমরা খবর পেয়ে কলমাকান্দা হাসপাতালে যাই। সেখানকার দায়িত্বে থাকা ডাক্তার বাবার অবস্থা অবনতি দেখে তাৎক্ষণিক তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পরে সোমবার সকালে ওখানে জরুরি বিভাগে পৌছা মাত্রই তিনি মারা যান। কে বা কাহারা আমার বাবাকে এমন নির্মমভাবে কারা খুন করেছে ? আমার বাবা তো কোন অপরাধী ছিলেন না । কেন ?  হত্যা করলো আমার বাবাকে ,আমরা  এর ন্যায় বিচার চাই।

এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক  সমকালকে বলেন , আমরা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। নিহত মাওলানা আব্দুল বাতেনের  লাশ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com