মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ডিএসকে’র ৩৫বছর পূর্তি উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১১১ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘জনগনের ক্ষমতায়ন নিশ্চিত করবে ভবিষ্যতের রুপান্তর’’ এ চেতনাকে ধারন করে ৩৫বছর পূর্তি উদযাপন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। সংস্থাটি দারিদ্র্য বিমোচনে বিশ^ব্যাপী যে আন্দোলন চলছে তার অংশীদার হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কাজ করছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে ডিএসকে মাতৃসদন, সমৃদ্ধি কর্মসূচী ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম এর আয়োজনে সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ডিএসকে মাতৃসদন মিলনায়তনে অতিথিদের মাঝে শুভেচ্ছা বিনিময় শেষে বর্ষপুর্তির কেক কাটা হয়। সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী রুপন কুমার সরকারের সঞ্চালনায়, আঞ্চলিক ব্যাবস্থাপক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহেদ আলী, আব্দুল খালেক, মোঃ সিরাজুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক রাজেশ গৌড়, মেডিকেল অফিসার ডাঃ কৃপা দেবদাশ, উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর, ওয়াই ডব্লিউসিএর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, ডিএসকে মাতৃসদনের ব্যাবস্থাপক ধ্রুব সরকার, ক্ষুদ্র ঋণ কার্যক্রম এর ব্যাবস্থাপক মোঃ মজিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে ডিএসকে‘র সাংস্কৃতিক টীম এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com