দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে ‘‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪’’ পালন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দিনব্যপি স্কুল, কলেজ ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বাংলা ও ইংরেজী রচনা, ইংরেজী বক্তব্য, কবিতা আবৃত্তি, ক্বেরাত, হামদ্ নাত সহ বিভিন্ন বিষয়ের সঙ্গীত, তাৎক্ষনিক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রভাষক তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক মল্লিকা রানী সাহা, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, সহকারি প্রোগ্রামার সামিউল আলম, নৃত্য শিক্ষক অভ্র নকরেক, তবলা শিক্ষক লক্ষন পান্ডে ও বকুল ঘোষ প্রমুখ।
Leave a Reply