দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে উদ্যাপিত হয়েছে। রোববার সকালে উপজেলার বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা, ধর্মীয় আলোচনাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস উদযাপন করা হয়।
স্থানীয় পুরোহিত ও সাংবাদিক পাস্টার মাইকেল প্রদীপ বাউল জানান, পৌরসভাসহ উপজেলায় প্রায় ৬৫টি গির্জায় আগত ভক্তরা প্রার্থনায় অংশ নেন। রোববার ভোরে সুর্যোদয় প্রার্থনা শেষে খ্রিস্ট ভক্তরা গির্জায় আসতে শুরু করেন। দেশ ও জাতির কল্যানে প্রার্থনার মধ্যে দিয়ে আনুষ্ঠনিকতা শুরু হয়।
পরবর্তিতে পবিত্র বাইবেল থেকে পাঠ, যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস নিয়ে আলোচনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় কীর্তন পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকালে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিবসের সমাপ্তি ঘটে।
Leave a Reply