সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে পুলিশের ওপেন হাউজ ডে

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৪৪ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর থানার উদ্দ্যেগে পুলিশের নানা কর্মকান্ডের জবাবদিহিতা এবং অপরাধ নির্মুলে মতামত বিষয়ে এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দে এর সভাপতিত্বে, সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। অন্যদের মধ্যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, এএসপি সার্কেল (দুর্গাপুর-কলমাকান্দা) মো. আক্কাছ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেবুন্নেছা, পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. মানেশ সাহা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, সাবেক পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, টিডব্লিউএ চেয়ারম্যান সায়মন তজু, কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগ্যাং, মাদক ও নানাবিধ অপরাধ দমনে দিক নির্শেশনা মুলক বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আলতাবুর রহমান কাজল, সাংবাদিক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ সহ নানা পেশায় দায়িত্বরত ব্যক্তিগন।

দুর্গাপুর উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে কিশোরগ্যাং, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে সহ নানাবিধ অপরাধ মুলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী যে ভুমিকা হাতে নিয়েছেন তা সত্যিই প্রসংশনীয়। এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশ বাহিনী সহ সর্বস্থরের জনগনকে এগিয়ে আসতে হবে। এছাড়া অপরাধ দমনে সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com