দিগন্ত ডেক্স : না ফেরার দেশে পাড়ি জমালেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার রাতেই প্রয়াত হন অভিনেতা। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র। গত সপ্তাহে জানা যায়, ভেন্টিলেশনে রাখা হয়েছে অভিনেতাকে।
একমাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পাশে ছিলেন না পরিবারের কেউ। পার্থসারথি দেবের অসুস্থতার প্রসঙ্গে অভিনেতা বাপি দাস বলেছিলেন, এক মাস ধরে তিনিই তাঁর সহকর্মী ও পিতৃস্থানীয় পার্থসারথি দেবের দেখাশোনা করছেন। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় জর্জরিত পার্থসারথি।
অনেকটা নীরবে নিভৃতেই চলে গেলেন পার্থসারথি দেব। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১.৫০ মিনিটে মৃত্যু হয় তাঁর। ২৩ মার্চ টেকনিশিয়ানস স্টুডিওতে ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেসময় স্টুডিওতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারবেন। জীবনের শেষ সায়াহ্নে অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর পাশে পাননি পরিবারের কাউকে।
Leave a Reply