মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা, র‌্যালি, কেক কাটা ও শীতার্তদের মধ্য কম্বল বিতরণের মধ্যদিয়ে যুগান্তরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বজন সমাবেশ এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে।

আলোচনা সভায় উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহ’র সঞ্চালনা সভাপতি প্রণয় কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা কমিটির আহবায়ক মোকাম্মেল হোসেন নয়ন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন সরকার বাবন, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি ও উপজেলা স্বজন সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক প্রান্ত সাহা বিভাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি মাহতাব উদ্দিন মোহসিন, বেদমন্ত্র পাঠ করেন সহ-সভাপতি রাজন সাহা রুপন, কোরআন তেলাওয়াত করেন শিক্ষক তরিকুল ইসলাম। পরে আগত প্রধান ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে স্বজনরা কেক কাটেন। সবশেষে শীতার্ত ৫০ জন নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com